reporterঅনলাইন ডেস্ক
  ১৬ এপ্রিল, ২০১৯

সরিয়ে নেওয়া হচ্ছে বিজিএমইএ ভবনের মালামাল

আদালতের রায়ে অবৈধ বিবেচিত রাজধানীর হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের নিয়ে ১৬ তলা ওই ভবনের সামনে অবস্থান নেন রাজউক কর্মকর্তা। ভবন ভাঙার আধুনিক সব যন্ত্রপাতিও রয়েছে তাদের সঙ্গে।

রাজউকের পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান গণমাধ্যমকে বলেছেন, এই ভবনের বিভিন্ন তলায় ১৯টি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। আমরা আপাতত এসব প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নিতে বলছি।

তিনি আরো বলেছেন, এটা ভবন ভাঙার কাজেরই একটা অংশ। যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান তাদের অনেক মালামাল, সেগুলো সরাতেও কিছুটা সময় লাগবে। এরপর আমরা ভবন ভাঙার কাজ শুরু করব। ভবন আধুনিক পদ্ধতি ব্যবহার করে ভাঙা হবে। সেটা ডিনামাইট ব্যবহার বা অন্য কোনো পদ্ধতিতে হতে পারে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মালামাল,বিজিএমইএ ভবন,রাজউক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close