reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মার্চ, ২০১৯

ভারতে পোশাক রফতানি বাড়ানোর উদ্যোগ

ভারতের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ভারতের বাজারে আমাদের তৈরি পোশাকের অনেক চাহিদা রয়েছে। তৈরি পোশাক খাতে ভারত একটি বড় বাজার। আমরা এ বাজার ধরতে চাই। তৈরি পোশাক ভারতের বাজারে বিক্রি করলে বাংলাদেশ লাভবান হবে।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব এস এম রেজওয়ান হোসেন, অতিরিক্ত সচিব (এপটিএ) সফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ব্যবসা সহজ করতে দুই দেশ কাজ করছে। ব্যবসা বাড়াতে একসঙ্গে কাজ করতে চাই। বাণিজ্য সহজীকরণে সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি দুই দেশের বাণিজ্য বাড়াতে যেসব বাধা রয়েছে তা পর্যায়ক্রমে দূর করা হবে।

তিনি বলেন, বর্ডারহাট ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বর্তমানে চারটি বর্ডারহাট আছে, আরো ছয়টি বর্ডারহাট স্থাপনের প্রক্রিয়া চলছে। বাংলাদেশে ভারতের অনেক বিনিয়োগ আছে। আগামীতে উভয় দেশের বাণিজ্যে দৃশ্যমান অনেক পরিবর্তন আসবে।

হাইকমিশনার রিভা বলেন, বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। বর্তমানে ব্যবসা বাণিজ্যের অনেক সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে। ভারত চায় বাংলাদেশ এগিয়ে যাক। এজন্য ভারত বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে।

বাংলাদেশ ও ভারত ব্যবসা-বাণিজ্য বাড়াতে একসঙ্গে কাজ করতে চায় জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের পণ্য ভারতে বিক্রি হচ্ছে। উভয় দেশের বাণিজ্য ক্ষেত্রে যেসব সমস্যা বা জটিলতা রয়েছে, আলাপ-আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করা হবে। এছাড়া বর্ডারহাটের সংখ্যা বৃদ্ধি করতে কাজ চলছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পোশাক রফতানি,ভারত,বাণিজ্যমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close