reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০১৯

সাভারে পোশাক শ্রমিকদের আবারো বিক্ষোভ-অবরোধ

ফাইল ছবি

ন্যূনতম মজুরির দাবিতে সাভারের আশুলিয়ায় সড়কে নেমে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আবারো বিক্ষোভ করেছেন। শনিবার সকাল ৯টা থেকে শ্রমিকেরা এ বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাস সড়ক অবরোধ করে রাখেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। ক্ষুব্ধ শ্রমিকেরা ১০-১৫টি যানবাহন ভাংচুর করেন। সংঘর্ষে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, সকালে শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পরে ৯টার দিকে কারখানা থেকে বের হয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করে। প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ তাদের সরাতে এলে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঢাকা-১ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সানা সামিনুর রহমান সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি বিজিবি কাজ শুরু করেছে। এখন পর্যন্ত ৮ প্লাটুন বিজিবি সাভারের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পোশাক শ্রমিক,শ্রমিক বিক্ষোভ,ন্যূনতম মজুরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close