নিজস্ব প্রতিবেদক

  ০১ এপ্রিল, ২০১৮

সাড়ে ৮ লাখের নিবন্ধন থাকলেও অনলাইনে ৯৬ হাজার

অনলাইনে ভ্যাট নিবন্ধনের সময় বাড়ল ৩ মাস

অনলাইনে ভ্যাট নিবন্ধন ও এই পদ্ধতিতে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার মেয়াদ আরো ৩ মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইনে নিবন্ধন ও রিটার্ন দাখিল করতে পারবেন সংশ্লিষ্টরা। ৩১ মার্চ ছিল অনলাইনে ভ্যাট নিবন্ধনের নির্ধারিত সময়সীমা। সম্প্রতি এনবিআর অনলাইনে ব্যবসা শনাক্তকরণ সংখ্যা (ই-বিআইএন) ব্যবহার সংক্রান্ত এক নির্দেশনায় এ সময় বাড়ানোর বিষয়টি জানিয়েছে।

এতে বলা হয়, গত বছর ২৮ ডিসেম্বর মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন-১৯৯১ এর আওতায় বিআইএন ব্যবহার সংক্রান্ত একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে সব ক্ষেত্রে বিআইএনের ব্যবহার সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত ছিল, এখন তা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো।

এ বিষয়ে ভ্যাট অনলাইন প্রকল্পের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ভ্যাট আইন-১৯৯১ এর আওতায় সাড়ে ৮ লাখের বেশি নিবন্ধন রয়েছে। কিন্তু এখন পর্যন্ত ৯৬ হাজার প্রতিষ্ঠান অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছে। ফলে এখনো বিপুলসংখ্যক প্রতিষ্ঠান ই-বিআইএন গ্রহণ করেনি। এসব বিবেচনায় নিয়ে ব্যবসা শনাক্তকরণ সংখ্যা (বিআইএন) ব্যবহারের সময়সীমা বাড়ানো হয়েছে। অনেক প্রতিষ্ঠান অনলাইনে নিবন্ধনের বাইরে থাকায় নির্ধারিত সময়সীমা অনুযায়ী অনলাইনে ভ্যাট আহরণ কার্যক্রম শুরু করা সম্ভব হলো না বলে মন্তব্য করেন তিনি।

সব ব্যবসায়ী প্রতিষ্ঠানকে করজালের আওতায় নিয়ে আসা, অস্তিত্বহীন বা ভুয়া নিবন্ধন বন্ধ এবং নিবন্ধন গ্রহণের প্রক্রিয়াকে স্বচ্ছ, দ্রুততর ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে এনবিআর গত বছরের ২৩ মার্চ অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু করে। ১১ ডিজিটের পুরনো ভ্যাট নিবন্ধন বাতিল করে সব ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য অনলাইনে ইবিআইএন গ্রহণ বাধ্যতামূলক করা হয়।

সূত্র জানায়, বিদ্যমান সনাতনী ভ্যাট ব্যবস্থায় সাড়ে ৮ লাখ বিআইএন গ্রহণকারী ব্যবসায়িক সত্তা থাকলেও প্রতি মাসে মাত্র ৩৬ হাজার করদাতা নিয়মিত দাখিলপত্র প্রদান করেন। এতে অনেক অস্তিত্বহীন নিবন্ধিত করদাতা যেমন রয়েছেন, তেমনি ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকা সত্ত্বেও অনেক করদাতা নিয়মিত দাখিলপত্র প্রদান করেন না বা করজালের বাইরে অবস্থান করছেন। সার্বিকভাবে এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং নিবন্ধন গ্রহণের প্রক্রিয়াকে স্বচ্ছ, দ্রুততর ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে মূলত অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়। অনলাইনে সেবা নেওয়ার জন্য ভ্যাট নিবন্ধন বা ই-বিআইএন নেওয়ার বিষয়টি অনেকটা অনলাইনে কর শনাক্তকরণ নম্বর বা ই-টিআইএনের মতো।

সূত্র জানায়, ভ্যাট অনলাইন প্রকল্পের প্রস্তুতিতে এখনো কিছু ঘাটতি রয়ে গেছে। তাছাড়া অনলাইন কার্যক্রমকে এগিয়ে নিতে বিদ্যমান ১৯৯১ সালের আইনের কিছু বিধি সংশোধনের প্রয়োজন হয়। কিন্তু ওই বিধি এখনো সংশোধন করা যায়নি। ফলে অনলাইনে নিবন্ধন ও রিটার্ন দাখিল সংক্রান্ত বেশকিছু বিষয় এখনো বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যায়নি।

অন্যদিকে সংশোধিত একটি বিধি ভ্যাট অনলাইন প্রকল্প থেকে তৈরি করা হলেও তাও বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক। আবার যারা এরই মধ্যে নিবন্ধন নিয়েছেন, তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশই বেশকিছু বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ ধরনের বেশকিছু ভুক্তভোগী ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রায়ই ভ্যাট অনলাইন প্রকল্পের অফিস এবং সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের অফিসে ধরনা দিতে দেখা যায়। ফলে সার্বিক বিবেচনায় আগামী বাজেট পর্যন্ত (৩০ জুন) বিদ্যমান ব্যবস্থায় ভ্যাট দেওয়া যাবে। এর আগেও একাধিকবার মেয়াদ বাড়ানো হয়েছে।

এ বিষয়ে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যে বিধি করার প্রস্তাব করা হয়েছে তা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক। এজন্য আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এই বিধিটি সংশোধনের চেষ্টা করা হবে। অন্যদিকে বাস্তবায়ন পর্যায়েও কিছু সমস্যা রয়েছে। একজনের কর শনাক্তকরণ নম্বর দিয়ে অন্যজনের ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন হয়ে গেছে।

এছাড়া কোনো কমিশনারেট কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম আটকে দেওয়া (বিআইন লক) হলেও ওই প্রতিষ্ঠান নতুন নিবন্ধন (৯ ডিজিটের) নিয়ে ব্যবসা চালাচ্ছে। কোনো সূত্র না থাকায় ওই প্রতিষ্ঠান চিহ্নিতও করা যাচ্ছে না। কেউ কেউ নাম পাল্টে ভিন্ন নামে নিবন্ধন নিচ্ছেন। আবার বিভিন্ন জায়গায় শাখা আছে এমন প্রতিষ্ঠানের কেন্দ্রীয়ভাবে নিবন্ধন নেওয়ার ক্ষেত্রেও বিদ্যমান আইনে সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান এখনো করা যায়নি। এসব কারণে সময় বাড়াতে হয়েছে বলে জানান তিনি।

সূত্র জানায়, এ পর্যন্ত প্রায় ৯৬ হাজার ব্যবসা প্রতিষ্ঠান অনলাইনে ভ্যাট নিবন্ধনের (ই-বিআইএন) আওতায় এসেছে। এর মধ্যে নতুন নিবন্ধিন হয়েছে ৫৪ হাজার ৪৮৯ এবং বিদ্যমান নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পুনর্নিবন্ধন নিয়েছে ৪১ হাজার। ভ্যাট নিবন্ধন ওয়েবসাইটের ঠিকানা Vat.gov.bd

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভ্যাট নিবন্ধন,অনলাইনে ভ্যাট,জাতীয় রাজস্ব বোর্ড,অনলাইনে ভ্যাট নিবন্ধন,এনবিআর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist