ক্রীড়া ডেস্ক

  ১৪ জুন, ২০১৮

ফুটবলযুদ্ধ শুরুর আগে জেনে নিন বিশ্বকাপের কিছু চমকে দেওয়া তথ্য

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই শুরু হচ্ছে ‘ফুটবল বিশ্বযুদ্ধ’। প্রস্তুতি চালাচ্ছে সব দল। লিওনেল মেসি থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, হ্যারি কেন, মোহাম্মদ সালাহসহ তারকাদের জমজমাট মেলা বসতে চলেছে রাশিয়ায়। আপনি কি ফুটবলের খুব বড় ফ্যান? তাহলে বিশ্বকাপের কিছু খুঁটিনাটি দেখে নিন।

১. ওয়েলস, জ্যামাইকা, কিউবা, কুয়েত, ইরাক, ইন্দোনেশিয়া, হাইতি এবং কানাডা এই দেশগুলো মাত্র একবারই বিশ্বকাপে অংশ নিয়েছে।

২. এই প্রথম ইউরোপ এবং এশিয়া এই দুটি উপমহাদেশ ঘিরে বিশ্বকাপ হচ্ছে। এবং এবারই প্রতিটি দেশ অতিরিক্ত সময়ে চতুর্থ পরিবর্তিত খেলোয়াড় নামাতে পারবে।

৩. বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড রয়েছে রাশিয়ার ওলেগ সালেঙ্কোর। ১৯৯৪ সালে ক্যামেরুনের বিরুদ্ধে ৫ গোল করেছিলেন তিনি।

৪. বিশ্বকাপে বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোলের রেকর্ড রয়েছে জার্মানির থমাস মুলারের। গোল সংখ্যা ১০টি।

৫. উয়েফার একমাত্র দল হিসেবে সবকটি কোয়ালিফায়ার জিতে রাশিয়া এসেছে জার্মানি।

৬. সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ জিতেছেন ইতালির গোলরক্ষক ডিনো জফ। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপ জয়ের সময় জফের বয়স ছিল ৪০।

৭. আইসল্যান্ডের প্রায় ৬৬ হাজার ফুটবল ফ্যান বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন করেছেন। সংখ্যাটা ওই দেশের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ।

৮. ২০১৪ বিশ্বকাপ দেখেছিলেন প্রায় ৩২০ কোটি মানুষ; যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক ।

৯. এবারের বিশ্বকাপে জয়ী দেশ পাবে ৩৮ মিলিয়ন ডলার । রানারআপ দেশ পাবে ২৮ মিলিয়ন ডলার।

১০. ২০১৮ বিশ্বকাপের জন্য মোট ৩৬ জন রেফারি এবং ৬৩ জন অ্যাসিস্ট্যান্ট রেফারি নিয়োগ করেছেন ফিফা কর্তৃপক্ষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist