নিজস্ব প্রতিবেদক

  ১২ ডিসেম্বর, ২০১৭

সামিট থেকে বিদ্যুৎ কিনবে সরকার

বেসরকারি প্রতিষ্ঠান সামিটের কাছ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে সরকার। সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড ও সরকারের সঙ্গে এ জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গত রোববার বিদ্যুৎ ভবনে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সচিব মিনা মাসুদুজ্জামান ও সামিট গাজীপুর-২-এর পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক চুক্তিতে স্বাক্ষর করেন। ১৫ বছর মেয়াদি ওই চুক্তিতে বিদ্যুৎ ক্রয় ও বাস্তবায়ন দুটিই আছে। চলতি বছর ১০ আগস্ট বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন পায় সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড। আগামী বছরের মাঝামাঝি সময়ে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist