নিজস্ব প্রতিবেদক

  ২২ নভেম্বর, ২০১৭

ডলারের দাম বাড়ছে

ডলারের দাম প্রতিদিনই বাড়ছে। দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতাকে স্বাভাবিকভাবেই দেখছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রাবাজার এখনো নিয়ন্ত্রণে আছে বলে ব্যাংকের দাবি। এমনকি শিগগিরই স্থিতিশীল হয়ে আসবে বলেও জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আবার ডলারের দাম বৃদ্ধিকে ইতিবাচক হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা।

সম্প্রতি সোনালী ব্যাংকের তথ্য-উপাত্তে দেখা যায়, ১ জানুয়ারিতে প্রতি ডলারের মূল্য ছিল ৭৮ টাকা ৫০ পয়সা। আর সর্বশেষ গত সোমবার আমদানি ব্যয়ে প্রতি ডলারের মূল্য ওঠে ৮২ টাকা ০৫ পয়সায়। অর্থাৎ সাড়ে দশ মাসে ডলারের দাম বেড়েছে ৩ টাকা ৫৫ পয়সা। এর কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক বলছে, রফতানি ও প্রবাস আয়ের তুলনায় অনেকটাই বেড়ে গেছে আমদানি ব্যয়। তবে রফতানি ও প্রবাস আয়ের ইতিবাচক প্রবৃদ্ধিতে শিগগিরই ডলারের দাম স্থিতিশীল হয়ে আসবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক।

অন্যদিকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আর গেল বন্যার বাস্তবতায় চাল আমদানিতে এলসি খোলার পরিমাণ বাড়তে থাকায় ডলারের দাম স্থিতিশীল কিংবা কমার সম্ভাবনা দেখছে না সোনালী ব্যাংক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist