নিজস্ব প্রতিবেদক

  ২২ নভেম্বর, ২০১৭

ট্যাক্সকার্ডপ্রাপ্ত ১০ প্রতিষ্ঠান পেল এলটিইউ সম্মাননা

করদাতাদের উৎসাহ ও স্বীকৃতি প্রদানে প্রথমবারের মতো ২০১৬-১৭ করবর্ষের ট্যাক্সকার্ডপ্রাপ্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সম্মাননা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)।

গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ১২ তলা সরকারি ভবনে এলটিইউ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের হাতে সম্মাননা তুলে দেন। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পূবালী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান, এনবিআর সদস্য মো. আবদুর রাজ্জাক, এলটিইউ কমিশনার মো. আলমগীর হোসেন বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist