নিজস্ব প্রতিবেদক

  ২৬ সেপ্টেম্বর, ২০১৭

সপ্তাহের ব্যবধানে আবার কমেছে সোনার দাম

এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবার কমেছে। বর্তমান বাজারে ভরিপ্রতি কমেছে সর্বোচ্চ ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত। দাম কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বিশ্ববাজারে দর কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সমিতি জানায়।

নতুন দর আজ মঙ্গলবার কার্যকর হবে। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দর হবে ৪৭ হাজার ৮২২ টাকা। গতকাল সোমবার বিকেলে সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে কাল থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৮২২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪০ হাজার ২৪১ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৫ হাজার ৩৬৯ টাকা।

সমিতি জানিয়েছে, মূল্য পুনর্র্নির্ধারণ করায় আগামীকাল প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ১৬৭ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা এবং ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৮৭৫ টাকা দাম কমবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist