নিজস্ব প্রতিবেদক

  ২১ আগস্ট, ২০১৭

খাদ্য নিরাপত্তা সম্মেলন ২৩ আগস্ট

‘ভোক্তা অধিকার সংরক্ষণ : সকলের সম্মিলিত দায়িত্ব’ এ স্লোগানকে সামনে রেখে আগামী ২৩ আগস্ট দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনে পণ্যের মানোন্নয়ন ও গ্রাহকদের খাদ্যের নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্য এবং কার্যক্রম নিয়ে আলোচনা হবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলনের উদ্বোধন করবেন।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই), বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) যৌথভাবে এ সেিম্মলনের আয়োজন করেছে। গতকাল শনিবার এমসিসিআই সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এমসিসিআইয়ের সেক্রেটারি ফারুক আহমেদ জানান,‘ঢাকায় খাদ্য নিরাপত্তা’ বিষয়ক সম্মেলনে পণ্যের মানোন্নয়ন এবং খাদ্য নিরাপত্তার নানাদিক নিয়ে আলোচনা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist