নিজস্ব প্রতিবেদক

  ০৯ আগস্ট, ২০১৭

কর্মসংস্থান ব্যাংক স্বাবলম্বী করেছে ১৭ হাজার যুব

কর্মসংস্থান ব্যাংক এ পর্যন্ত ১৬ লাখ ৮৫ হাজার ১৭৩ যুব ও যুব মহিলা উদ্যোক্তাকে ঋণপ্রদান করে স্বাবলম্বী হতে সহযোগিতা করেছে। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে।

সভায় আরো জানানো হয় ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এ ব্যাংক মোট ৪ লাখ ৬৬ হাজার ৮০৭ জন উদ্যোক্তা তৈরি করেছে। কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, মো. নুরুল ইসলাম তালুকদার সভায় অংশগ্রহন করেন। চলতি অর্থবছরে কর্মসংস্থান ব্যাংক থেকে আত্মকর্মসংস্থানে নিয়োজিত যুবক যুবতীদের মাঝে ৯৫০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist