নিজস্ব প্রতিবেদক

  ২৪ জুলাই, ২০১৭

দক্ষতার অভাব কৃষি ও খাদ্য এবং পোশাক খাতে

বাংলাদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী চাকরি প্রার্থীদের দক্ষতার অভাব। কৃষি ও খাদ্যখাতে (অ্যাগ্রো-ফুড) এ দক্ষতার অভাব রয়েছে ৭৬ শতাংশ। এর পরেই তৈরি পোশাক খাতের অবস্থান।

‘বাংলাদেশের শ্রমবাজারে দক্ষতার অভাব’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে বিআইডিএস কর্তৃক এ প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিতসহ অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিআইডিএসের মহাপরিচালক কে.এ.এস মুর্শীদ উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, কৃষি ও খাদ্য খাতে ৭৬ শতাংশ দক্ষতার অভাবের মধ্যে দক্ষ কর্মকর্তার অভাব রয়েছে ৭৭ শতাংশ, আধা দক্ষ কর্মকর্তা এবং অদক্ষ শ্রমিকের অভাব রয়েছে ৭৫ শতাংশ করে। এর পরেই রয়েছে তৈরি পোশাক খাত। বর্তমানে এ খাতে দক্ষ কর্মকর্তার অভাব রয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৭৯ জন। আধা দক্ষ কর্মকর্তার অভাব রয়েছে ৪৮ হাজার ১৩০ জন এবং অদক্ষ শ্রমিকের অভাব রয়েছে ৮ হাজার ৫৭৭ জন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামী দেশে দক্ষ জনগোষ্ঠী গঠনে এ ধরনের সমীক্ষা প্রতিবেদন সহায়ক ভূমিকা পালন করবে। দক্ষতা উন্নয়নের জন্য চলতি বাজেটে ৫ লাখ দক্ষ কর্মকর্তা তৈরির প্রকল্প গ্রহণ করেছি। আগামীতে এ সংখ্যা আরো বাড়বে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist