নিজস্ব প্রতিবেদক

  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

জিপিএইচ ইস্পাত ও বুয়েটের মধ্যে সহযোগিতা চুক্তি

দেশে টিএমটি বার উৎপাদনকারী শীর্ষ প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন, গবেষণার সুবিধা বৃদ্ধিসহ নানা বিষয়ে যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। বুয়েটের পুরকৌশল বিভাগের কার্যালয়ে এই চুক্তি সই হয়।

GPH-BUET আলোচিত চুক্তিটিতে সই করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান ড. মোহাম্মদ আহসানুল কবির।

এই সহযোগিতা চুক্তির মাধ্যমে জিপিএইচ ইস্পাত লিমিটেড ও বুয়েটের পুরকৌশল বিভাগ যৌথভাবে কারিগরি বিষয়ের ওপর গবেষণা, পণ্যেও ডিজাইন ও মানোন্নয়নে গবেষণা, শিল্প ও প্রকৌশল পণ্যের মান পরীক্ষা, বিশ্লেষণ ও যাচাইকরণ ব্যবস্থা উন্নয়নের জন্য গবেষণা, গবেষণাগার ও সেবার মানের উন্নয়ন, নতুন নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতি আবিষ্কারের লক্ষ্যে গবেষণা, ছাত্রছাত্রীদের স্কলারশিপ, ফেলোশিপ, ইন্টারর্নশিপের ব্যবস্থা সদ্য পাসকৃত গ্র্যাজুয়েটদের চাকরির ব্যবস্থাকরণ ইত্যাদি বিষয়ে কাজ করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close