নিজস্ব প্রতিবেদক

  ১৮ আগস্ট, ২০১৯

আজ পুঁজিবাজারে লেনদেন শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল ৯ দিন। দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দীর্ঘ ছুটির পর আজ রোববার থেকে যথারীতি লেনদেন শুরু হবে। গত ৯ আগস্ট থেকে গতকাল ১৬ আগস্ট পর্যন্ত লেনদেন বন্ধ ছিল পুঁজিবাজারে। ছুটির আগের দিন বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছিল। যদিও সেদিন দিনের শুরুতে লেনদেনের সূচক ছিল নিম্নগামী। ৫ কোম্পানি ছিল হল্টেড। পরদিন শেষভাগে লেনদেন বেড়েছিল।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট বৃহস্পতিবারের সর্বশেষ পুুঁজিবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ২০১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ১৯২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৩৭ পয়েন্টে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close