নিজস্ব প্রতিবেদক

  ০৭ জুলাই, ২০১৯

লেনদেনের শীর্ষে ছিল যারা

গত সপ্তাহের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে রানার অটোমোবাইলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫২ লাখ ২৪ হাজার ৫১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৪ কোটি ৮৫ লাখ ২৮ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ১৩ লাখ ৮৫ হাজার ৬৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৫২ কোটি ৩০ লাখ ৭৯ হাজার টাকা। ন্যাশনাল পলিমার আছে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩৯ লাখ ৯৪ হাজার ৩৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৪৫ কোটি ৯ লাখ ৬৯ হাজার টাকা।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল। কোম্পানিটির ৩৩ লাখ ১২ হাজার ৩৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৪৩ কোটি ৯৭ লাখ টাকা। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স তালিকার পঞ্চম স্থানে রয়েছে। কোম্পানিটির ১৭ লাখ ৭২ হাজার ৮৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪২ কোটি ৭০ লাখ ৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে সিঙ্গার বিডি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, জেএমআই সিরিঞ্জ, জেনেক্স ইনফোসিস ও বসুন্ধরা পেপার মিলস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close