নিজস্ব প্রতিবেদক

  ২০ ফেব্রুয়ারি, ২০১৯

সূচকের উত্থান হলেও কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জসহ (ডিএসই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। তবে উভয় শেয়ারবাজারে কমেছে বেশির ভাগ শেয়ারের দর।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৭৩৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়া সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৩০৭ পয়েন্টে।

ডিএসইতে আগের কার্যদিবস থেকে কমে সর্বশেষ লেনদেন শেষে পরিমাণ দাঁড়ায় ৬১১ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকায়। যা আগের দিন থেকে ২৮০ কোটি টাকা কম।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭ হাজার ৫৬৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নেয় ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close