নিজস্ব প্রতিবেদক

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

৪ কোম্পানিকে ওটিসিতে পাঠানোর সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানিকে মূল বাজার (মেইন বোর্ড) থেকে ওটিসি মার্কেটে (ওভার দ্যা কাউন্টার) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত মঙ্গলবার অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি চারটি হলোÑ ইমাম বাটন লিমিটেড, মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেড, মেঘনা পিইটি লিমিটেড এবং সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। তবে কোম্পানিগুলোকে মূল বাজার থেকে তালিকাচ্যুত করে ওটিসিতে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর করতে হলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন প্রয়োজন হবে। এই অনুমোদনের জন্য কয়েক দিনের মধ্যে বিএসইসির কাছে চিঠি পাঠাবে ডিএসই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close