বাণিজ্য ডেস্ক

  ০৬ জানুয়ারি, ২০১৯

সপ্তাহে দর বাড়ার শীর্ষে ছিল যারা

বছরের প্রথম সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড । সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৩ দশমিক ৫১ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮৪ লাখ ৬ হাজার ৬৬৭ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২২ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩০৭ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪৮ কোটি ১১ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৩ লাখ ৮১ হাজার ৬৬৭ টাকা।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২১ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ১৬ লাখ ১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৫ লাখ ৩৩ হাজার ৬৬৭ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে সিভিও পেট্রোকেমিক্যাল, এম এল ডায়িং, সিলভা ফার্মাসিউটিক্যাল, ডরিন পাওয়ার, এশিয়া ইনস্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close