বাণিজ্য ডেস্ক

  ১১ ডিসেম্বর, ২০১৮

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ব্লক মার্কেটে ৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৩৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্র জানায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেঙ্গল উইন্ডসর ফার্মোপ্লাস্টিক লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৬ কোটি ৬০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক।

কোম্পানির ৫ কোটি ১৪ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। কেপিসিএল ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ৯ লাখ ৮০ হাজার, ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং ৬২ লাখ ৩৩ হাজার, ইস্টার্ন ক্যাবলস ৪৪ লাখ ৩৩ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইল ৩৮ লাখ ৬৫ হাজার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৬৪ লাখ ৭ হাজার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ৫ লাখ ৯০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ###

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close