বাণিজ্য ডেস্ক

  ০৩ অক্টোবর, ২০১৮

সেপ্টেম্বরে লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সেপ্টেম্বর মাসে লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রকৌশল খাত। গেলো মাসে ডিএসইতে লেনদেনে প্রকৌশল খাতের দখলে ছিল ১৮ দশমিক ৭৩ শতাংশ। যদিও আগের মাসে খাতটির অংশগ্রহন ছিল ১৬ দশমিক ৫৫ শতাংশ। ডিএসইর লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত মাসে ডিএসইতে প্রকৌশল খাতের ৩৯ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ার বেচাকেনা হয়েছে ২ হাজার ৭৭৩ কোটি ৬৯ লাখ টাকায়। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জ্বালানি খাত। খাতটির ২ হাজার ৫৩১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর লেনদেনের ১৭ দশমিক ১০ শতাংশ। লেনদেনে তৃতীয় স্থানে অবস্থান করছে বস্ত্রখাত। এ খাতটির লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ২১০ কোটি টাকা। যা ডিএসইর লেনদেনের ১৪ দশমিক ৯৩ শতাংশ। এ খাতটি আগষ্ট মাসে লেনদেনের শীর্ষে অবস্থান করেছিল। সেপ্টেম্বরের অন্যান্য খাতগুলোর মধ্যে ফার্মাসিউটিক্যালসের ১০ দশমিক ৯৫ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠানের ৫ দশমিক ৭১ শতাংশ, ব্যাংকের ৫ দশমিক ৩৬ শতাংশ, বিবিধ খাতের ৪ দশমিক ৩৮ শতাংশ, বিমা ৪ দশমিক ২৭ শতাংশ,খাদ্য-আনুষাঙ্গিক ৩ দশমিক ২০ শতাংশ,সিমেন্ট ২ দশমিক ৪৯ শতাংশ, আইটি ২ দশমিক ৮৫ শতাংশ, ভ্রমন খাতের ২ দশমিক ৩০ শতাংশ, চামড়া ১ দশমিক ৪২ শতাংশ, সিরামিক ১ দশমিক ১৪ শতাংশ, সেবা-আবাসন ১ দশমিক ৪৫ শতাংশ, কাগজ-প্রকাশনা খাতের দশমিক ৮২ শতাংশ লেনদেন হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close