নিজস্ব প্রতিবেদক

  ০১ অক্টোবর, ২০১৮

সূচকের ইতিবাচকতায় পুঁজিবাজারে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে। গতকাল ডিএসইতে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে ৫১৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮ কোটি ৯১ লাখ টাকা বেশি। গত বৃহস্পতিবার ডিএসইতে ৫২৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ৯৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা শরিয়া সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮৯ পয়েন্টে।

অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৮৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close