বাণিজ্য ডেস্ক

  ০২ সেপ্টেম্বর, ২০১৮

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) বেড়েছে ১২ খাতে। অন্যদিকে দর কমেছে বাকি ৮ খাতে। লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতে। এই খাতে ৭.৫৭ শতাংশ দর বেড়েছে। এরপর জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.১৫ শতাংশ দর বেড়েছে। অন্য খাতগুলোর মধ্যে সিরামিক খাতে দশমিক ৩১ শতাংশ, প্রকৌশল খাতে ১.২৭ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৬৭ শতাংশ, আইটি খাতে ৩.৪২ শতাংশ, বিবিধ খাতে ৪.৩৮ শতাংশ, ওষুধ খাতে দশমিক ৭৪ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩.৭৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৯৬ শতাংশ, বস্ত্র খাতে ২.৭৪ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে ১.৭৮ শতাংশ দর বেড়েছে। এছাড়া দর কমেছে বাকি ৮ খাতে। সবচেয়ে বেশি দর কমেছে জীবন বীমা খাতে। এই খাতে ৩.৯১ শতাংশ দর কমেছে। অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ১.৭৭ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৫৭ শতাংশ, সাধারণ বীমা খাতে ২.০৩ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে দশমিক ৮৮ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৩৭ শতাংশ, কাগজ খাতে ১.৯৮ শতাংশ ও ট্যানারি খাতে দশমিক ১৩ শতাংশ দর কমেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close