নিজস্ব প্রতিবেদক

  ০৯ আগস্ট, ২০১৮

১ লাখ ৫ হাজার টন সার আমদানি করবে সরকার

কৃষি খাতের প্রয়োজনীয় সারের চাহিদা মেটাতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির আওতায় ১ লাখ ৫ হাজার টন বিভিন্ন ধরনের সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য মোট ব্যয় হবে ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা। এছাড়াও খাদ্য মজুদ বাড়াতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন গম আমদানি করা হবে। এজন্য ব্যয় হবে ১১৩ কোটি ৭৭ লাখ টাকা।

গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ক্রয় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন। বৈঠকে মোট ১১ ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে জানান তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, পরবর্তী শস্য মৌসুমে সারের চাহিদা পূরণে শিল্প মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের আলাদা ৫টি প্রস্তাবে বিভিন্ন ধরনের মোট ১ লাখ ৫ হাজার টন সার আমদানি করা হবে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয় ২০১৮-২০১৯ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে চুক্তিবদ্ধ সাড়ে ৫ লাখ টনের মধ্যে প্রথম লটে ৩০ হাজার টন গ্রানুলার ইউরিয়া সার আমদানি করবে। প্রতি টনের দাম ২৭১ দশমিক ৫০ ডলার হিসেবে মোট খরচ পড়বে ৬৮ কোটি ৬৬ লাখ টাকা। বৈঠকে রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরবের রাষ্ট্রীয় সংস্থা মা’আদেন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অধীনে প্রথম লটে ২৫ হাজার টন ডিএপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রতি টনের দাম ৪২০ ডলার হিসেবে মোট খরচ হবে ৮৭ কোটি ৯৩ লাখ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close