নিজস্ব প্রতিবেদক

  ২১ মে, ২০১৮

সূচকের সঙ্গে কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গতকাল ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে ৩৯৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি ১৩ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার ডিএসইতে ৪৯২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ২৬১টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়া সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৫ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯ পয়েন্টে।

এদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৪৩ পয়েন্টে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist