নিজস্ব প্রতিবেদক

  ০৬ মার্চ, ২০১৮

সংশোধিত এডিপির আকার ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা

চূড়ান্ত অনুমোদনে আজ এনইসি সভায় উপস্থাপন

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৪ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দ কমানো হচ্ছে। ফলে চলতি অর্থবছরের সংশোধিত এডিপির আকার দাঁড়াচ্ছে ১ লাখ ৪৮ হাজার ৩৮১ কোটি টাকা। পরিকল্পনা কমিশন এই প্রস্তাব করেছে। প্রস্তাবটির চূড়ান্ত অনুমোদনের জন্য আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় উপস্থাপন করা হচ্ছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মূল এডিপির আকার ধরা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তবে চলতি অর্থবছরে সংশোধিত এডিপিতে বরাদ্দ বাড়বে নাকি কমবেÑ তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এনইসি সভা। এনইসি সভায় উপস্থাপনের জন্য প্রণীত কার্যপত্র থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, সংশোধিত এডিপির প্রস্তাবে স্থানীয় সম্পদের জোগান নির্ধারণ করা হয়েছে মূল এডিপির মতোই ৯৬ হাজার ৩৩১ কোটি টাকা। বৈদেশিক মুদ্রার জোগান ধরা হয়েছে ৫২ হাজার ৫০ কোটি টাকা। অন্যদিকে মূল এডিপিতে বৈদেশিক মুদ্রার জোগান ধরা হয়েছিল ৫৭ হাজার কোটি টাকা। সেই হিসাবে উল্লিখিত খাত থেকে ৪ হাজার ৯৫০ কোটি টাকা কমতে যাচ্ছে। নির্বাচনী বছরে সংশোধিত এডিপির প্রস্তাবে মোট বরাদ্দের ২৫ শতাংশেরও বেশি সাড়ে ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে সড়ক পরিবহন খাতে। এ বরাদ্দ মূল এডিপির চেয়ে ৪ হাজার কোটি টাকা কম। এরপরই রয়েছে বিদ্যুৎ খাত। খাতটিতে দ্বিতীয় সর্বোচ্চ ২২ হাজার ৩৪০ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তৃতীয় সর্বোচ্চ ১৬ হাজার ৭২২ টাকা বা ১১ দশমিক ২৭ শতাংশ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান খাতে। এ বিষয়ে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা ও অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে এই বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এছাড়া ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন খাতের জন্য চতুর্থ সর্বোচ্চ ১৫ হাজার ১৪৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পঞ্চম সর্বোচ্চ ১৪ হাজার ১৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে শিক্ষা খাতের জন্য। যথাক্রমে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে প্রায় ১২ হাজার ৫৯৩ কোটি টাকা, স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবার কল্যাণ খাতের জন্য ৯ হাজার ৬০৭ কোটি টাকা এবং কৃষি খাতের জন্য ৫ হাজার ২৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সূত্র জানায়, সংশোধিত এডিপিতে মোট প্রকল্পের প্রস্তাব করা হয়েছে ১ হাজার ৫১১টি। তার মধ্যে ১ হাজার ৩৬৫টি বিনিয়োগ, ১৪৩টি কারিগরি এবং জাপানি ঋণ মওকুফ তহবিলের জন্য ৩টি প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। আর সংশোধিত এডিপিতে নতুন অনুমোদিত প্রকল্প হিসেবে যোগ করা হচ্ছে ৩১১টি প্রকল্প। তার মধ্যে ২৮৩টি বিনিয়োগ প্রকল্প এবং ২৮টি কারিগরি সহায়তা প্রকল্প। এছাড়া চলতি ২০১৭-১৮ অর্থবছরের এডিপি থেকে বাদ পড়া ১৩ প্রকল্প থেকে ৬টি পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) বাস্তবায়নের জন্য এবারের মূল এডিপিতে ৩৬টি প্রকল্প অন্তর্ভুক্ত থাকলেও প্রস্তাবিত সংশোধিত এডিপিতে ৩০টি প্রকল্পের একটি তালিকা সংযোজন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist