নিজস্ব প্রতিবেদক

  ১৫ ফেব্রুয়ারি, ২০১৮

পুঁজিবাজারে লেনদেন ও সূচক বেড়েছে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। এদিন ডিএসইর সার্বিক লেনদেন ৬২১ কোটি কোটি টাকা অতিক্রম করেছে। পাশাপাশি সার্বিক মূল্য সূচক বেড়েছে ১৩.৯৩ পয়েন্ট বেড়েছে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ৩০.৪০ পয়েন্ট। দিনশেষে সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি টাকা। ডিএসই ও সিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, দর কমেছে ১২৫টির ও দর অপরিবর্তিত ছিল ৩৫টি প্রতিষ্ঠানের। এ সময় ডিএসইতে ১৮ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার ৬৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬২১ কোটি ১৯ লাখ টাকা। এর আগের কার্যদিবসে (সোমবার) ডিএসইতে লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ৬৬ লাখ টাকা। দিনশেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩.৯৩ পয়েন্ট বেড়েছে। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩.৮৭ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ৪.৫০ পয়েন্ট বেড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist