নিজস্ব প্রতিবেদক

  ০৬ ফেব্রুয়ারি, ২০১৮

বাজারে আসছে বিসিএসআইআর উদ্ভাবিত ভেজিটেবল ঘি

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর উদ্ভাবিত ভেজিটেবল ঘি বাজারে আসছে। প্রসেসটি গতকাল বিসিএসআইআর সদস্যের (উন্নয়ন) অফিস কক্ষে স্থানীয় শিল্পোদ্যোক্তা মেসার্স রাজরাণী ফুড প্রোডাক্টাসের ব্যবস্থাপনা পরিচালক রুভেল দে, চন্দন মহাজন এবং দুলাল চন্দ্র রায় এজিএমের কাছে ইজারা চুক্তিপত্র হস্তান্তর করেন বিসিএসআইআরের অতিরিক্ত সচিব ও সদস্য (উন্নয়ন) মো. গোলাম রব্বানী। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন বিসিএসআইআর সচিব মো. খলিলুর রহমান এবং ইজারা গ্রহীতা মেসার্স রাজরাণী ফুড প্রোডাক্টাসের ব্যাবস্থাপনা পরিচালক রুভেল দে। প্রসেসটি উদ্ভাবনকারী বিজ্ঞানী হলেন আইএফএসটির পরিচালক ড. মো. জহুরুল হক, আইএফএসটির সিএসও ড. সেলিনা খান, পিএসও ইঞ্জি. রেজাউল করিম প্রমুখ। এ সময় উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist