তারুণ্য ডেস্ক

  ১২ জুলাই, ২০১৭

আউটসোর্সিংয়ে স্বাবলম্বী হচ্ছে তরুণরা

অনলাইনে কাজ করে বিদেশি মুদ্রা আয় করার জন্য আউটসোর্সিংয়ের সঙ্গে যুক্ত হচ্ছেন অনেক তরুণ। আগে এই পেশায় শিক্ষিত বেকার তরুণদের খুব একটা আগ্রহ ছিল না। কিন্তু বর্তমানে সরকারের নানা উদ্যোগের ফলে এখন অনেক তরুণ-তরুণীই অনলাইনে ঘরে বসে বিদেশি সংস্থা বা প্রতিষ্ঠানে কাজ করে ভালো পরিমাণ অর্থ আয় করতে পারছেন। আবার আগে যারা আউটসোর্সিংয়ের কাজ করতেন তাদের মধ্যে সফল ছিলেন হাতেগোনা কয়েকজন। কিন্তু তথ্যপ্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিংসহ নানা প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ নিয়ে আউটসোর্সিংয়ে সফল তরুণের সংখ্যা এখন দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে গ্রামীণ শিক্ষিত তরুণরা এখন স্বাবলম্বী হচ্ছেন, আত্মবিশ্বাস অর্জন করছেন। সরকারি-বেসরকারি পর্যায়ে প্রতি বছর অসংখ্য তরুণকে দেওয়া হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন প্রণোদনা।

সম্প্রতি ঢাকার মহাখালী ব্র্যাক ইন সেন্টারে তথ্যপ্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের উদ্যোগে ফ্রিল্যান্সারদের মিলনমেলায় নিজের সাফল্যের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অনেকেই। বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে সফল ১০০ শিক্ষার্থী নিয়ে ‘সাকসেসফুল ট্রেইনি মিটআপ’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী সবাই ৫০ দিনের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণ সম্পন্নের পর আউটসোর্সিংয়ের মাধ্যমে অনলাইনে আয় করে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছেন। কর্মশালায় গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিংবিষয়ক ফ্রিল্যান্সারদের বিভিন্ন মার্কেটপ্লেসের মাধ্যমে বিদেশে কাজ করে অর্থ উপার্জনে নিজেদের অভিজ্ঞতা ও প্রতিকূলতা জয় করার কথা তুলে ধরেন বিভিন্ন জেলা থেকে আসা প্রশিক্ষণ গ্রহণকারীরা। ইন্টারনেটভিত্তিক ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করছেন মাদারীপুরের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের শিক্ষার্থী শামসুর নাহার সাথী। তিনি তার উপলব্ধি বর্ণনা করে বলেন, ‘ঘরে বসে নারীদের জন্য ঝুঁকিহীন কাজ হলো ফ্রিল্যান্সিং। লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এই প্রকল্প থেকে আমরা বেকাররা ঘরে বসে কিভাবে আউটসোর্সিংয়ের কাজ করে বিদেশি মুদ্রা অর্জন করতে পারব, তা শিখছি। আমরা স্বামী-স্ত্রী দুজনই একটি ল্যাপটপ দিয়ে ৪০ দিনের মাথায় প্রথম ৫ ডলার আয় করি। একজন ফ্রিল্যান্সিং করে মাসে ঠিক কত টাকা আয় করতে পারেন, তা নির্ভর করে তার দক্ষতার ওপর। সাধারণত প্রতি মাসে কাজের ধরনভেদে ৩০ হাজার থেকে চার-পাঁচ লাখ টাকা আয় করা সম্ভব। আমি সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist