reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০২০

মাহফুজুর রহমান সৌরভ

যে শহরে বসবাস ছিল

এক দিন আমিও তোমার এই শহরের বাসিন্দা ছিলাম

যখন তোমার আমার তুমুল সম্ভাবনা ছিল

একটি মোহিত সকাল

কি নিদারুণ বিরহের দুরারোগ্য চন্দ্রগ্রস্ত রাতের শামিয়ানায়

ঢেকে যায় রাধা-কৃষ্ণের বৃন্দাবন

এখন নস্টালজিক রোদ্দুরে চোখের ল্যান্সে ভেসে ওঠে-

আমাদের পিতৃপুরুষের প্রথাগত জন্মকাহিনি

নিকুঞ্জ উৎসব ছেড়ে দলছুট পাখি উড়ে যায়

বিমূর্ত সংগীত নিয়ে অন্ধকার ব্রথেলে

এক দিন আমারও তোমার ওই শহরে নোঙর ছিল

নীলাকাশ ছুঁঁয়ে যাওয়া জ্যামিতিক সড়কে

যেদিন ইচ্ছের ভাবনাগুলো হেঁটেছিল

সুদিনের সমান্তরাল পথ

আর এখন পৃথিবীর সঙ্গমে বেশ্যার যোনি পথে

ফ্যাংগাস ক্রুরা হাসছে পটভূমির পৌরাণিক মুখ;

আমি হেঁটে যাই মহাশ্মশানের বিবর্তনের জীর্ণ গৃহকোণে

দীর্ঘশ্বাসে অন্ধকার ছায়া অদ্ভুত কঙ্কাল হয়ে আসে

আমাদের প্রার্থনা সভায়

আহা! ওই শহরে আমার বসবাস ছিল

যখন অলৌকিক জোছনা চুমু দিয়েছিল

মফস্বলি মানবের জাগরণী ঠোঁটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close