ফেরদৌস নাহার

  ১৯ জুন, ২০২০

প্রেমের কবিতা কেন

কেন এই কবিতা লেখা

কেন এই পাখির ডাকে ফিরে তাকানো

কেন দরিয়ার উথাল ঢেউ জড়ানো কণ্ঠে বলেছিল

‘কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত-বেলায়?

হলে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়’

এত প্রশ্ন ভালো নয়

তবু প্রশ্ন কথা কয়, নাম গন্ধহারা হাওয়ার তাপে

ফিরে দেখা আগুনের কারসাজি খেলা

গভীর মন্ত্রণায় কাছে ডেকে ফিরিয়ে দিয়েছে যাকে

দেখা হলে তার সাথে কিছুই বলবে না সে

অভিযোগহীন অভিযোগ

ঘুরে ঘুরে কথা কয় স্ক্যান্ডেনেভিয়ান মরুময়

নিঃশব্দ অহংকার কেঁপে ওঠে জানুয়ারির রাত্তির

দেখো, তার একটি চোখ কাঁদছে, আর

আরেকটি চোখ চুপচাপ সেই কান্না দেখছে

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close