মাহফুজ রিপন

  ০৫ জুন, ২০২০

দুনিয়ার বুক

প্রতিদিন ভোর এলে নতুন মানুষ হয়ে উঠি

সবুজের অর্থ খুঁজে চলি নিসর্গের বাথানে।

জীবনের অর্থÑ এখনি; না হলে কখনোই নয়!

ভারি মেঘ অস্তিত্ব জানান দেয় সময়ের হরষে।

আদরের পৃথিবীতে করোনাভাইরাসের খেলা

সতেজ হয়েও রেহায় নেই শত-জঞ্জাল বুকে।

নীল কষ্টের পাখি উড়াল দেয় আকাশেÑ

পড়ে থাকে পুরাতন শ^াসকষ্টের অসুখ।

আপন নিয়মে চলে আসে শিশু ভোর

চোখের জলে তাজা হয় দুনিয়ার বুক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close