উপমা

  ২৭ ডিসেম্বর, ২০১৯

হাফিজ উদ্দীন আহমদ

চুলের অন্ধকারে দুঃখ লুকিয়ে রেখে

কী করে বেঁচে আছো তুমি?

নাগরিকত্ব হারানো এক লোকের মতো

একান্ত অসহায় তুমি এটা জানি

ঘাট খুঁজে ডিঙা নিয়ে ভাসবে কত

বেদখল হয়ে গেছে কবে সব

শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে

সুখের যত আছে সব কারিগর

অসহায়ত্ব নিত্যসঙ্গী যে তাই

পরাস্ত দিনগুলো ফেল ডাস্টবিনে

চুড়ির শব্দে আজও জীবন জাগে

বাঁশের পাতায় চাঁদ লুটোপুটি খায়

বাঁচবার জন্য যথেষ্ট এক বিকেলের রোদ

সহস্র আলোর কণা ভরা শুধু গানে

প্রতিদিন বাঁচো তাই হও উপমা

আজকে এ হৃদয়ে আনো নতুন মানে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close