প্রতীক্ষা

  ১৫ নভেম্বর, ২০১৯

আবিদ রাজু

চোখের জলে সাগর নদী ঝর্ণা হলে লাভ কি হবে?

বুকের ভেতর তপ্ত দহন নিঃস্ব হলে কার কী হবে?

জ্বরের ঘোরে প্রলাপ বকে রাত জাগলে কার তাতে কী

হাতের ভেতর হাত না পেয়ে ব্যথিত মন বুঝবে সে কি?

একলা একা তোমার খোঁজে পথ হারালে দায়টা কার

শেষ বিকেলে নিখোঁজ হবার পত্র পেলে যায়টা কার?

শ্রাবণ ধারার মতোই যদি বিষাদ নেমে ভেজায় বুক

ঝলমলিয়ে রোদ হাসিয়ে পাবেই তুমি বেজায় সুখ!

এক জনমে আর কতটা দুঃখ পেলে ভাববে বলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close