আলম হোসেন

  ০১ নভেম্বর, ২০১৯

নতুন ধানের পিঠা

হেমন্তের শিশির ভেজা শিউলি সকাল

লকলকে লাউডগার আড়ালে লুকানো কিশোরীর লাজনম্র মুখ

আহ! কত দিন দেখি না তার আলতারাঙা পা, সুরমাটানা চোখ

বড় ছুঁইতে ইচ্ছে করে দীঘল কালো চুল

মনে পড়ে এক বিকেলে বাড়ির নির্জন কোণে ডেকে হাতে ধরিয়ে

দিয়েছিল গরম ক’টা পিঠা আর

অন্যদিকে মুখ ঘুরিয়ে বলেছিল সে

পাঠিয়েছেন মা নতুন ধানের পিঠা।

কিছু বলার আগেই রুপোলি নূপুরের ধ্বনি তুলে হাওয়ায় মিলিয়ে গেল সে।

এভাবেই শুরু হয়েছিল কিশোর প্রেম নবান্নের উৎসব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close