reporterঅনলাইন ডেস্ক
  ০৪ অক্টোবর, ২০১৯

রাহমান ওয়াহিদ

গুল্ম লতার বনে

এইখানে এই গুল্ম লতার নিবিড় বনে একটু থামো

শুয়ে আছে মৃন্ময়ী নদী। নত হও। একটু নামো।

ঝলসানো ঠান্ডায় পুড়ে যাচ্ছো? যাও। তবুও ভেজো।

আঁজলা ভরে বালু জল তুলে নাও। হীরকের চূর্ণ খোঁজো।

অবাক সমুদ্র নীল তোমার সামান্য হাতে!

হতেই পারে। কে বা পায় সব ঠিকঠিক মুখস্থ ধারাপাতে?

তুমি যে এসেছ আবহমান মেঠো স্রোতের হাত ধরে

এই মরা শস্য মৃত্তিকায় মনে কি পড়ে? মনে পড়ে?

তুমি যে এসেছ খরা ও ঋতুদের বর্ণ প্রভা মেখে মেখে

যাপিত জীবনের নিস্তল ছাইভস্ম রেখে রেখেÑ

সেই তুমি নাগরিক পণ্য এখন বিপরীত স্বভাবে

ফিরে যাবে কি ফের তোমারই কাছে? কিভাবে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close