চোরাবালি

  ২০ সেপ্টেম্বর, ২০১৯

মামুন অপু

গভীরে ডুবে যাও

পানকৌড়ি নদীর স্রোতে ডুব দিয়ে শিকার খুঁজে যেমন

তেমনি খুঁজে নাও স্বপ্নের বীজ

মৃতপ্রায় চারাদের অঙ্গ শোভনে সেচ দাও আদর

এমন করে কি জীবনের কূপে সুপেয় পানির উৎস জন্মাবে

পাখিদের ধারাপাতে শোকের লোবান ফুটে ওঠে লজ্জায় ঘৃণায় মৃত্যুতে

আমরা কি তবে ঘুমের ভেতর হেঁটে যাচ্ছি অনন্তের চোরাবালিতে

জানি কিম্বা জানি না আমাদের ইতি এবং আদি

মানুষের অন্তর কিম্বা শরীর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close