মারুফা আক্তার তৃপ্তি

  ৩০ আগস্ট, ২০১৯

বৃষ্টির গান

বৃষ্টি ভেজা মেঘলা আকাশ

থেমে গেছ পাখিদের উড়াউড়ি

খোলা জানালায় ঝিরিঝিরি বৃষ্টি

বাতাসে কদম ও কেয়ার ঘ্রাণে

মুখরিত। পাতার ওপর টিনের চালেÑ

ঝরে পড়ছে বৃষ্টির গান

দূরে কোথাও হেঁটে যাচ্ছে দুটি-একটি

ছাতার মানুষ খুব নিরিবিলি,

কোথাও নেই কলকোলাহল,

এমন দিনে কেবল এ সময়Ñ

অব্যক্ত বেদনায় হুহু করে মন

হৃদয়ের নিভৃতে না বলা কথার

পিয়ানো বাজে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close