কাউসার মাহমুদ

  ২১ জুন, ২০১৯

বৃষ্টির ফুল

আমাদের কোথাও কি যাবার ছিল!

বৃষ্টি কুড়োতে

মেঘ ধরতে নীল ধানের বিলে।

কোথাও কি হারাবার ছিল!

হাঁটতে হাঁটতে।

জীবনকে ছুটি দিয়ে কোনো অজানা পথের কোণে

পরিযায়ী পাখির মতো উড়ে উড়ে।

কি অদ্ভুত! যাওয়া হলো না কোথাও

উড়া হলো না মেঘে!

কেবল বৃষ্টি পড়লেই মনে পড়ে, আমাদের যাবার কথা, হারাবার কথা।

তখন, অপেক্ষা নিচু হয়ে দাঁড়িয়ে বলেÑ হয়তো কোনো দিন বৃষ্টিই হয়ে যাব।

রোদের হুলে ছড়িয়ে দেব আলো

পথচ্যুত মালীর মতো ভয় পাব

ভুল করে কটি ফুল ফেলে যাব পাড়ে।

যেকোনো মেয়ের ঠোঁট তুলে নিতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close