সুফিয়া জমির ডেইজী

  ১৫ মার্চ, ২০১৯

কবিতার কথা শুনবো

কোথায় অপেক্ষার প্রহর কেটেছে

সেই কথা রাখো

আমি শুনবো তুমি বলো

একটি কবিতার কথা

আমি শুনবো যদি বলতে পারো

পাথর কথা বলতে পারে সেই কথা

বলতে এসো না

পাখিরা কোথায় গান করে

শুনবো নাÑ

সেই কথা বলো কোন কবিতায়

লেখা আছে অন্তর না পোড়া কথা

শোনাতে এসো না রবি হাসে

সেই কথা

যদি পারো বলতে এসো

কবিতারা কেমন আছে?

আমি শুধু কবি আর

কবিতার কথা শুনবো।

আমি জানতে চাইনিÑ

তোমার বসতির ঠিকানা কোথায়?

আমি জানতে চাইনিÑ

তোমার সুখের বেসাতি কি?

আমি একবার বলেছি

তোমার কবিতারা আছে কেমন?

আমি আজন্মই কবিতার পাগল

দেখো আমাকে তোমার ইচ্ছা যেমন?

তারপর, বলতে পারো

গাছেরা উড়াল দিয়েছে কবে?

বলতে এসো নাÑ

ঘুড়ি আকাশে উড়াল দিয়েছে

যদি পারো বলো তুমি কবি

আর কবিতা ভালো লাগে।

আজও আমি শুনাবো

শুধু কোনো বিরহের সুর

আজ আর আমি বলবো না

কোনো গল্পের কথা

আজ আমার দিনমান চলবে

কবি আর কবিতার

দেশ নিয়ে,

তুমি কবি বলে ডাক দিও...

আমি নতুন কবিতা লিখবো

আমার কবিতার নাম

একটি বাংলাদেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close