ওয়াহিদ জালাল

  ১৪ ডিসেম্বর, ২০১৮

যে আবরণ গাঢ় সবুজ বর্ণের

যে শব্দগুলো আজো মিছিলে মিছিলে

যেন জন্মেছিল এ মাটি মায়ের গর্ভে,

শামুক কি নির্জন প্রতীক্ষায় বর্ষণের মাসে

জীবনের বীজ লুকিয়ে রাখে আনন্দের অন্তরে

আজ আমিও বুকের রক্তে জিওল করে রাখি

স্বাধীনতা, স্বাধীনতা আমার স্বধীনতা।

যে সন্ধ্যায় নিমজ্জমান হয় প্রকৃতি

অন্ধকারের পেটে, তার নিজস্ব নিয়মে

আমার দুচোখে ভেসে উঠে তখন

রক্তিম দুধের বোঁটায় প্রাণের জিজ্ঞাসাÑ

মাটির গন্ধময় কোলাহলে লাফিয়ে উঠে তখন

শহীদ, রক্ত, বোনের ইজ্জত, মায়ের

বুকফাটা আর্তনাদ ভাসে, অফুরাণ ভাসে।

আমার জীবনের খোলস যেদিন প্রথম ভেঙে

মায়ের নাড়ি ছিঁড়ে পড়ে এই মাটিতে

আমি আমার মায়ের মৃত্যুর মতো চিৎকারে

জীবনের সন্ধান পেয়েছি জন্মভূমির দেওয়া

কানে কানে সাহসের শপথে।

যে ডিমের বুক ফাটিয়ে আজ আমি

মেলেছি স্বপ্নের পাখা

সেই সুখ স্বপ্নে প্রিয় বাংলাদেশ

যতনে আছে রাখা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close