মারুফা আক্তার তৃপ্তি

  ০২ নভেম্বর, ২০১৮

একদিন একাত্তরে

একদিন একাত্তরে নেমে আসে অন্ধকার ছায়া

কীভাবে কীভাবে যেন মানুষ দিব্যি ভুলে যায়

প্রিয় স্বজনের মায়া।

বৃষ্টিশূন্য চারদিক তবু মেঘের ঘনঘটা

বাতাসে বারুদেন গন্ধ, তাজা রক্তের ঘ্রাণ

তবু বাঙালি ভুলেনি সেদিন স্বাধীনতার আহ্বান-

‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

এই মৃত্তিকার বালুকণায় তুমি উজ্জ্বল নক্ষত্র

তীব্র জ্যোতির্ময়,

হে জনক তোমারই হয়েছে জয়।

জেনেছি আজ বিপুল অর্থে, শুনেছি পয়গাম

বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন সত্তার নাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close