মাহফুজ রিপন

  ২১ সেপ্টেম্বর, ২০১৮

ত্রিকালের বেহুলা

পূর্ণিমার চাঁদ লাশ নিয়ে যায় জলের ওপর দিয়ে

পদ্মার নরম চাঁদ গলে গলে হলুদ স্মৃতি জাগায়

বেহুলার ক্রন্দন ফিরে আসে জেলেদের ভেসালে।

বিলাপ আর মাতম এপাড় থেকে ওপারে পৌঁছায়

পূবালী বাতাসে ভাসে লখিন্দরের ভেলা

সাপে কাটা বর গায়ে তার জরির জামা।

ওই শোনো নদীতে জোয়ার নেমেছে অসমান

নদী নারী একসাথে কাঁদলে মেঘের নাচন।

কলার ভেলায় মরার ঘুম জড়ো হয় পুরাকালে

ত্রিকাল চলে আসে তবু রাজার ঘুম ভাঙে না।

ধবল পূর্ণিমায় সাদা থানে বেহুলা ফেরে তীরে,

যেন অন্ধকারে ঝলমল তসবি দানা জ্বলছে।

তোমার আবির্ভাবে নদীতে জোয়ার ভাটা নামে।

তবুও লখিন্দর ভেসে যায় দখিনা বাতাসে-

রাজমসনদে তার পায়ের খড়ম পড়ে থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close