সৌম্যজিৎ আচার্য

  ২১ সেপ্টেম্বর, ২০১৮

তুমি কাঠি করা সত্ত্বেও

তুমি কাঠি করা সত্ত্বেও, আমার চৈত্র মাস এলো

ল্যাম্পপোস্টের কোকিল পাখিও জাগিয়ে তোলে বোধ

টাওয়ারটাতে গীতগোবিন্দ শ্লোকের মতো রোদ

তুমি কাঠি করা সত্ত্বেও, দেখো ঝলকে নামে রাধা

নাভির ভেতর ঘাই মেরে যায় মাছের ভঙিমা

অমোঘ হাওয়ায় দোদুল্যমান না পরা এক ব্রা

তুমি কাঠি করা সত্ত্বেও ওই মেঘে ইমেইল আসে

পান্ডুলিপি পাতার মতো টেবিল সাজায় সুখ

দুকাপ কফি, নষ্ট নীড় আর ওরহান পামুক

তুমি কাঠি করা সত্ত্বেও, আমার চুলে বিটোফোন

আলতো কোমর জাপটে ধরে ঠোঁটে নামুক ঠোঁট

বৃষ্টি ফোঁটারা দুপুর জানে ঠিক কতটা লম্পট...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close