মিন্টু হক
শোন ঘুমন্ত বীর
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৮, ০০:০০

শোনো ঘুমন্ত বীর
তোমাদের সন্তানরা আজ
বড়ই অধীর।
সোনালি ধানের থান-বসনে ঢাকা
এই বাংলা মায়ের বুক
মধুরিমা বুকের অল্প শুকানো ক্ষতে
হায়নার হিংস্র আঁচড়ে
বিষাদ আঁকা তার মুখ।
শোনো শাশ্বত আত্মা
হোঁচটে হোঁচটে ক্ষত-বিক্ষত
আজ তোমাদের সত্তা।
শহীদের আত্মদানে স্বাধীনতা পাইনি
পাইনি একতা-অধিকার
সবুজের বুকে পিতার রক্তে রঞ্জিত
লাল ভূখ- পেয়েছি
পাইনি তো স্বাধিকার।
শোনো সুকান্ত বীর
তোমাদের গচ্ছিত স্বাধীনতা
অন্ধ বধির।
"