জোবায়ের মিলন

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

শুদ্ধ বাক্যে ঋদ্ধ হোক মানবাত্মা

গাঢ় কুয়াশায় আটকায় না পা

নির্ঘুম রাত শেষে বেরিয়ে পড়ে ইচ্ছার মুকুল

কাঁচা রোদ সাথে করে- সাঁতরায় শরীর।

লম্বা লাইন, হাই-সিকিউরিটি, গভীর তল্লাশি-

বইয়ের গন্ধে মাতাল চোখ জানে

কালো শব্দের মিছিলে ঢুকে যেতে হবে; শব্দে যুক্তি,

শব্দে মুক্তি, শব্দে সার্থকতা।

ধুলার আস্তরণে পা এগোয় ভিড়ে, স্টলে;

ধুমায়িত চা’র মতো পান করে মলাট, ভাষার রেণু,

ভাবের শতব্যঞ্জন।

এবারই শেষ, ভেবে, ভালোলাগা চক্কর খায় বেস্টনিতে

নিপুণ নিঃশ্বাস ভরে ওঠে নব-অক্ষর সুগন্ধে।

ইচ্ছার কণ্ঠস্বর আকাশে পৌঁছায় বাণী-

‘এ সংসার শেষ না হোক জনম জনমে,

প্রতিদিন শুদ্ধ বাক্যে ঋদ্ধ হোক মানবাত্মা।’

-পা থেকে পা, সহস্র পা কী যেন এক ঘোরে

গেঁথে থাকে

অমর বর্ণের গ্রন্থমেলায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist