বেনাপোল প্রতিনিধি

  ১০ আগস্ট, ২০১৭

বেনাপোলে ২ কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি আটক

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানি করা দুই কোটি টাকা মূল্যের ক্যাপিটাল যন্ত্রপাতি একটি চালান আটক করেছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা। গত মঙ্গলবার সন্ধ্যায় বন্দরের ওপেন ইয়ার্ড থেকে খালাসের সময় পণ্যের চালানটি আটক করা হয়।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পরিচালক (ডিসি) সাদেক হোসেন জানান, মিথ্যা ঘোষণায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা ক্যাপিটাল মেশিনারিজের একটি চালান খালাস নেওয়া হবে। চালানটির পণ্যে মিথ্যা ঘোষণায় ওজন ও এইচ এস কোডের ব্যাপক গরমিল রয়েছে। সে অনুযায়ী শুল্ক গোয়েন্দা বন্দরে নজরদারি বৃদ্ধি করে। একপর্যায়ে বন্দরের ওপেন ইয়ার্ডে থাকা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক ফার্নেস ঘোষণায় আনা ক্যাপিটাল মেশিনারিজের পণ্যের চালানটি খালাস পর্যায়ে আটক করে পুনঃপরীক্ষা করে ব্যাপক গরমিল পাওয়া যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist