বেনাপোল প্রতিনিধি

  ২৮ এপ্রিল, ২০১৭

পাচার হওয়া সাত তরুণী ভারত থেকে ফেরত

ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়া সাত বাংলাদেশি তরুণীকে দুই বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। গত বুধবার রাতে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ফেরত আসা তরুণীরা হলেন-যশোরের রুমি পারভিন, নড়াইলের জুলি খাতুন, একই জেলার মরিয়ম খাতুন, ঢাকার সুমি, রংপুরের হামিদা খাতুন, কক্সবাজারের ছেনোয়ার আক্তার এবং একই জেলার সুলতান আহম্মদের মেয়ে আনজুয়ারা খাতুন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের সীমান্তের অবৈধ পথে ভারতে নিয়ে

যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখান থেকে দেওয়ানা শেল্টার হোম নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা ফেরত আসে। ইমিগ্রেশন পুলিশ কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেন বলে জানান ওসি। বেনাপোল পোর্ট থানা পুলিশের এস আই আশরাফ জানান, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফেরত আসা তরুণীদের আস্ট্রিক অ্যান্ড কেয়ার নামের একটি এনজিওর হাতে হস্তান্তর করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist