কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০২০

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বিশ্বানাথপুর লেভেল ক্রোসিং এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কাশিয়ানী উপজেলার জয়নগর উচ্চবিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী নাওরাদোলা গ্রামের মো. ফরিদ শরীফের ছেলে মো. ইয়াসিন শরীফ (১৬), একই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী হিরণ্যকান্দি গ্রামের মো. আশরাফ আলী মিয়ার ছেলে মো. রায়হান রুহিন (১৫) ও হিরণ্যকান্দি গ্রামের মো. লাবু খন্দাকারের ছেলে আল আমিন খন্দকার (১৫)। একই স্কুলের দশম শ্রেণির ছাত্র হিরণ্যকান্দি গ্রামের মো. আহাদ তালুকদারের ছেলে মো. সোহানকে (১৫) মুমূর্ষু অবস্থায় ফরিদপুর পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার এসআই রতন বরৈাগী জানান, তাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে স্কুলে আসে চার বন্ধু। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে মোটরসাইকেলে ওই তারা জয়নগর উচ্চবিদ্যালয় থেকে ব্যাসপুরের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে বিশ্বনাথ পুর রেল ক্রসিং অতিক্রম করার সময়ে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ী গামী লোকাল ট্রেনের সঙ্গে তাদের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও একজন আহত হয়।

কাশিয়ানী থানার এসআই আমিনুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা চারজনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত মো. সোহানকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close