খুলনা ব্যুরো

  ২৮ আগস্ট, ২০১৯

খুলনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ইসলাম খান (৪৫) হত্যা মামলায় ৪ আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বুশরা সাইয়েদা এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন খুলনা জেলার ফুলতলা থানার দামোদর গ্রামের মৃত শরিয়তউল্লাহর ছেলে ইসলাম মোল্লা (৩৫), সোলায়মান শেখের ছেলে কামাল শেখ (৩৫), আহমেদ শেখের ছেলে মোস্তফা শেখ (৫৫) ও মৃত মতলেব গাজীর ছেলে হান্নান গাজী (৫৫)। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী শেখ সাইফুজ্জামান নথির বরাত দিয়ে জানান, ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর পূর্বশত্রুতার জের ধরে আসামিরা ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ইশারাত খানের ছেলে ইসলাম খানকে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে ইসলাম খানকে বেধড়ক মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ইসলাম খানের ভাই নজরুল ইসলাম খান বাদী হয়ে ফুলতলা থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close