গাজীপুর প্রতিনিধি

  ২৬ জুলাই, ২০১৯

বারিতে ফসল বাছাইকরণ কর্মশালা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বীজ প্রযুক্তি বিভাগের আয়োজনে দেশের দক্ষিণাঞ্চলে চাষোপযোগী উচ্চমূল্যের ফসল বাছাইকরণের পরামর্শ কর্মশালা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বারির সেমিনার কক্ষে ওই কর্মশালা হয়। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) বারি কম্পোনেন্টের আওতায় ওই পরামর্শ কর্মশালার আয়োজন করা হয়। এই প্রকল্পের আওতায় দেশের দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৩০টি উপজেলায় চাষোপযোগী উচ্চমাত্রার ফসল নির্বাচনে গবেষণা কার্যক্রম পরিচালিত হবে।

বারির পরিচালক সেবা ও সরবরাহ) ড. বাবুলাল নাগের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক জেবুন নেছা। বক্তব্য দেন পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) রইছ উদ্দিন চৌধুরী, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) দিলআফরোজা খানম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) মো. হাবিবুর রহমান শেখ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বীজ প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পটির কম্পোনেন্ট কো-অর্ডিনেটর ড. অপূর্ব কান্তি চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন উদ্ভিদ কৌলি স¤পদ কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পটির ডেপুটি কো-অর্ডিনেটর ড. এ কে এম কামরুজ্জামান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close